বাংলাদেশ, জেলার সংবাদ

বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জাহাঙ্গীর আলমের শোডাউন

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৮শে অক্টোবর ২০২৩ ০৬:২৪:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীতে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে গাজীপুর আওয়ামী লীগ।

মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম লক্ষাধিক নেতাকর্মী নিয়ে শান্তি সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছেন।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, ‘ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সমাবেশে গাজীপুর থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যোগদান করবেন। তাদের যাতায়াতের জন্য কয়েক হাজার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত প্রাইভেটকার ও মাইক্রোবাস যোগে অনেক নেতাকর্মী ঢাকায় যাবেন। তাদের সুবিধার্থে নিজস্ব বাসভবনে ৫০ হাজার নেতাকর্মীর জন্য ৩ শতাধিক পাতিলে খাবার রান্না করা হয়েছে। এছাড়াও কোনাবাড়ি, কাশিমপুর এলাকায়ও আলাদাভাবে নেতাকর্মীদের জন্য খাবার রান্না করা হয়েছে। তাদের সুবিধার্থে খাবার মেনুতে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট ও ডিম রাখা হয়েছে।’

স্থানীয় নেতাকর্মীরা বলেছেন, জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সমবেত হচ্ছেন। বিএনপির নৈরাজ্যরোধে সকাল থেকে অনেক নেতাকর্মী সড়ক, মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশের পাশাপাশি কাজ করছেন। এরপর আলাদা আলাদা গাড়িতে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন