জেলার সংবাদ

গাজীপুরে সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৪৪ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মীর আলতাব হোসেন বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ারের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার সকালে নগরীর মেঘডুবি ডাক্তার বাড়ি এলাকায় অবস্থিত টাওয়ারটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মোবাইল টাওয়ার প্রতিষ্ঠানের লোকজন আলতাবকে ফোনে না পেয়ে তার ছেলেকে বিষয়টি জানান। 

 

পরে ছেলে ঘটনাস্থলে গিয়ে বাবার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন