গাজীপুরের শ্রীপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে তালাবদ্ধ ঘরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শনিবার (২রা আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম মারুফা আক্তার (৪৫)। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামীর নাম মো. মিজানুর রহমান। ঘটনার পর থেকে মিজানুর পলাতক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির মূল ফটক এবং ভেতরের দুটি ঘরের দরজা তালাবদ্ধ ছিল। প্রতিবেশী ও স্বজনরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু তারা তালাবদ্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি। পরে তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই আগুনে পুড়ে অঙ্গার হয়ে যান মারুফা।
নিহতের ছোট বোন নাজমা আক্তার জানান, রাত আড়াইটার দিকে চিৎকারের শব্দে আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির দরজায় তালা দেখতে পাই। অনেক কষ্টে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখি ঘরের দরজাতেও তালা। অনেক কষ্টে দরজা ভেঙে আগুন নেভালেও ততক্ষণে সব শেষ হয়ে গেছে।
নিহতের ছোট ভাই মোহাম্মদ আবু তাহের বলেন, বিয়ের পর থেকেই আমার বোন মারুফার সঙ্গে তার স্বামীর দাম্পত্য কলহ চলছিল। ঘটনার ১৫ দিন আগে থেকেই মিজানুর আমার বোনকে ঘরবন্দি করে রেখেছিল। আমার বোনকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মেরেছে ও। আমরা কিছুই করতে পারিনি।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। গ্রামে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পলাতক ঘাতক স্বামী মিজানুর রহমানকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ডিবিসি/জেআরওয়াই