বাংলাদেশ, জেলার সংবাদ

গাজীপুর জেলা ও মহানগরে ছাত্রলীগের নতুন কমিটি

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২৭শে এপ্রিল ২০২২ ০৮:২৬:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুর জেলা ও মহানগরে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ (২৭শে এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে সিরাজুল ইসলাম সুলতান ও সাধারণ সম্পাদক হিসেবে নাছির মোড়ল, মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে মো. মশিউর রহমান সরকার বাবু ও শেখ মোস্তাক আহমেদ কাজলকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের এ কমিটি ঘোষণা করা হয়।

সিরাজুল ইসলাম সুলতান ও নাছির মোড়ল

সংগঠনের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা রিসিভ করেননি। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ৩১ মে দেলোয়ার হোসেনকে সভাপতি ও জাহিদুল আলম রবিনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছিল। ২০১৬ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত একপত্রে ১৫১ গাজীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদের নাম ঘোষণা করে ওই বছরের ১১ অক্টোবর মাসুদ রানা এরশাদকে সভাপতি ও তৌহিদুল ইসলাম দীপকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এর প্রায় ১ বছর পর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মেয়াদ দেওয়া হয় এক বছর। 

আরও পড়ুন