বাংলাদেশ, রাজধানী

গানে-কবিতায় মুখর ডাকসু, প্রচারণায় সৃজনশীলতার ছোঁয়া

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৯শে আগস্ট ২০২৫ ১১:২২:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণায় এবার দেখা যাচ্ছে সৃজনশীলতা ও সংস্কৃতির দারুণ মেলবন্ধন। প্রার্থীরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে গান, কবিতা ও আড্ডার মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন, যা নির্বাচনী প্রচারে এনেছে এক শৈল্পিক আবহ।

ক্যাম্পাসের ক্লাসরুম, টিএসসি চত্বর থেকে শুরু করে প্রতিটি আঙিনায় এখন ডাকসুর নির্বাচনী আমেজ। তবে এবারের প্রচারণার ধরনে এসেছে ভিন্নতা। অনেক প্রার্থী সুরে সুরে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। 

 

প্রতিরোধ পর্ষদ থেকে মানবাধিকার ও আইন সম্পাদক প্রার্থী আকাশ আলী তার প্রচারণায় রেখেছেন কবিতার ছোঁয়া। তার মতে, একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতির সাথে যুক্ত করাও জরুরি।

 

অন্যদিকে, স্বতন্ত্র হিসেবে কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ পারভেজ মাহমুদ নিলয়ও শিল্প-সাহিত্যকে তার প্রচারণার হাতিয়ার করেছেন। গতানুগতিক প্রচারণার বৃত্ত ভেঙে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মিশেলে ভোট চাওয়ার এই অভিনব কৌশলকে ভোটারদের আকর্ষণ করার এক নতুন রসায়ন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন