বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

গায়ের জোর আর পেশিশক্তি ব্যবহার করে ভোট ছিনতাই করা যাবে না: সারোয়ার তুষার

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার তুষার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আসন্ন নির্বাচনে গায়ের জোর আর পেশিশক্তি ব্যবহার করে ভোট ছিনতাই করা কোনোভাবেই সম্ভব হবে না। যারা এমনটি ভাবছেন, তারা ভুল করছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

গোলাম সারোয়ার তুষার বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে জনগণ ব্যাপক ঐক্য গড়ে তুলেছে। সাধারণ মানুষ আর কোনো সন্ত্রাস বা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের ভোট দিতে ইচ্ছুক নয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ১০ দলীয় জোট বিজয়ী হলে নরসিংদী-২ আসনকে নতুন করে ঢেলে সাজানো হবে। এনসিপি সাধারণ মানুষের শান্তি-নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

 

নির্বাচনী প্রচারণায় বাঁধা ও অস্ত্রের ভয় দেখানোর অভিযোগ তুলে তিনি বলেন, ‘অস্ত্রের ভয় দেখালেও এনসিপি বিচলিত নয়। বিগত নির্বাচনের মতো ভুয়া নয়, আগামী নির্বাচন হবে ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।’

 

প্রচারণাকালে স্থানীয় এলাকাবাসী এবং জাতীয় নাগরিক পার্টির বিপুল সংখ্যক কর্মী-সমর্থক তার সাথে উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন