রাজধানীর ৩০০ ফিট সড়কে সাবেক সেনা কর্মকর্তার ছেলের গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২০শে ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালত এই আদেশ দেন। আগামী রবিবার তাদের শুনানির দিন ধার্য করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী আইনজীবী রেজাউল করীম খান রেজা।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১৯শে বৃহস্পতিবার) দিবাগত রাত ৩ টার দিকে ৩০০ ফিট সড়কে বুয়েট শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনা ঘটে। নিহত বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মাসুদ মিয়ার ছেলে। তিনি বুয়েটের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় তার আরও দুই সহপাঠী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
ডিবিসি/কেএলডি