খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি

গুগলের ইতিহাসে সবচেয়ে বেশি সার্চে যে অ্যাথলেট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই ডিসেম্বর ২০২৩ ১২:৪০:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। ইতোমধ্যেই ২৫ বছরে পা দিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি। এই ২৫ বছরে গুগলে কোন অ্যাথলেটকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সেটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

১৯৯৮ সালে যাত্রা শুরুর পর থেকে এখন অবধি গুগল পৌঁছে গেছে সকল ইন্টারনেট ব্যবহারকারীর কাছে। গুগলে একটি ক্লিক করলেই গোটা পৃথিবী চলে আসছে হাতের মুঠোয়। যে কোনো অজানা জিনিস সম্পর্কে জানতে গুগলে একটি ক্লিকই যথেষ্ট।

নিজেদের ২৫তম বর্ষপূর্তির অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ একটি ভিডিও পোস্ট করেছে তারা। সেখানেই গুগল জানিয়েছে সবচেয়ে বেশি সার্চ হওয়া অ্যাথলেটের নাম। 

সেই ভিডিওটিতে জানানো হয় গুগলের ইতিহাসে অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় আসতে থাকেন পর্তুগালের তারকা এই ফুটবলার। ব্যক্তিগত অর্জনের মধ্যে ৫ বার জিতেছেন ব্যালন ডি’অর। 

এদিকে ২৫ বছরে গুগলে কোন ক্রিকেটারের নাম সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সেটিও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভিডিওতে জানানো হয়, এখন পর্যন্ত গুগলের ইতিহাসে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটার হলেন বিরাট কোহলি।

কিছুদিন আগে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপেও রেকর্ড গড়েছেন কোহলি। টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি শচীনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে গড়েন সেঞ্চুরির ফিফটি।

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন