আন্তর্জাতিক

গুগল ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুলাই ২০২৫ ০৯:৩৯:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গুগল ক্রোমের একচেটিয়া আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে নিজস্ব এআই-চালিত ওয়েব ব্রাউজার আনতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণায় অগ্রণী প্রতিষ্ঠান ওপেনএআই।

রয়টার্সকে তিনজন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন ব্রাউজারটি বাজারে আসবে। এর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিংয়ের পদ্ধতিকে সম্পূর্ণ নতুন করে তোলা। এই ব্রাউজার উন্মোচন ওপেনএআই-এর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এর মাধ্যমে তারা গুগলের সাফল্যের অন্যতম মূল ভিত্তি – ব্যবহারকারীর ডেটাতে সরাসরি প্রবেশাধিকার পাবে। এই ডেটা তাদের এআই মডেলের প্রশিক্ষণ এবং আরও উন্নত পরিষেবা তৈরিতে সহায়ক হবে।

 

ব্রাউজারের কিছু মূল বৈশিষ্ট্য ও প্রভাব রয়েছে। এআই চালিত চ্যাট ইন্টারফেস- নতুন ব্রাউজারে একটি চ্যাট ইন্টারফেস থাকবে। এর অর্থ হলো, ব্যবহারকারীরা সরাসরি চ্যাটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট বিষয়ক কাজ বা তথ্য জানতে পারবেন, যা প্রচলিত ব্রাউজিংয়ের পদ্ধতি থেকে ভিন্ন হবে।


এআই এজেন্ট ইন্টিগ্রেশন- এতে এআই এজেন্ট সংযুক্ত করার সুবিধা থাকবে, যা ব্যবহারকারীদের বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সাহায্য করবে। এটি ওপেনএআই-এর বৃহত্তর কৌশলের অংশ, যেখানে তারা এআই পরিষেবাগুলোকে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে আরও গভীরভাবে একীভূত করতে চাচ্ছে।

 

গুগলের সাথে তীব্র প্রতিযোগিতা- এই ব্রাউজার উন্মোচনের ফলে এআই এর দৌড়ে গুগল ও ওপেনএআই-এর মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হবে। গুগল ক্রোমের মাধ্যমে ব্যবহারকারীর ওয়েব আচরণ সংক্রান্ত ডেটা গুগলের বিজ্ঞাপন-ভিত্তিক ব্যবসার একটি প্রধান উৎস। ওপেনএআই-এর এই পদক্ষেপ গুগলের সেই আধিপত্যে সরাসরি আঘাত হানবে। ব্যবহারকারীর ডেটা সংগ্রহ- এই নতুন পণ্যটি ওপেনএআই-এর একটি বৃহত্তর কৌশলের অংশ। এর মাধ্যমে তারা ব্যবহারকারীদের ওয়েব আচরণ সংক্রান্ত ডেটা সংগ্রহ করতে পারবে, যা তাদের এআই মডেলের কার্যকারিতা আরও বাড়াতে অপরিহার্য।

 

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই ব্রাউজার সফল হয়, তবে ওয়েব ব্রাউজিংয়ের জগতে এটি একটি বড় ধরনের পরিবর্তন আনবে এবং গুগল ক্রোমের দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যে প্রভাব ফেলবে। ওপেনএআই এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন