বাংলাদেশ, রাজনীতি

গুগল ফর্ম পূরণ করে তাসনিম জারাকে দেওয়া টাকা ফেরত পাওয়া যাবে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে নির্বাচনি তহবিলে দেওয়া অনুদানের টাকা ফেরত পাওয়া যাবে। বিকাশের মাধ্যমে পাঠানো এই অর্থ ফেরত পেতে দাতাদের একটি নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করতে হবে।

শনিবার (২৭শে ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

 

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তাসনিম জারা জানান, নির্বাচনি ফান্ডরেইজিংয়ের সময় যারা বিকাশের মাধ্যমে অনুদান পাঠিয়েছিলেন, তাদের অর্থ ফেরত পেতে একটি গুগল ফর্ম পূরণ করতে হবে। ফর্মে ট্রানজেকশন আইডি ও বিস্তারিত তথ্য প্রদান করলে তা যাচাই-বাছাই শেষে অর্থ ফেরত দেওয়া হবে। এছাড়া যারা ব্যাংকিং চ্যানেলে অর্থ সহায়তা পাঠিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শীঘ্রই জানানো হবে বলে উল্লেখ করেছেন তিনি।

 

দলীয় অবস্থান পরিবর্তন করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার কারণেই অনুদানের টাকা ফেরত দিচ্ছেন ডা. জারা। এ প্রসঙ্গে তিনি লিখেন, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা অনুদানের অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই টাকা ফেরতের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন