গুগল ম্যাপ ব্যবহার করে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার খবর নতুন নয়। সম্প্রতি ভারতের নভি মুম্বাইয়ে একই ধরনের একটি ঘটনা ঘটেছে, একজন তরুণী গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে গাড়িসহ নদীতে পড়ে যান।
গত শুক্রবার (২৫শে জুলাই) যখন ওই তরুণী মহারাষ্ট্রের বেলাপুর থেকে উলওয়ের দিকে যাচ্ছিলেন। গন্তব্যের কাছাকাছি এসে উলওয়ের একটি ব্রিজে ওঠার পরিবর্তে গুগল ম্যাপ তাকে পাশের একটি বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী গাড়ি চালালে তিনি সোজা নদীতে পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তাকর্মীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত একটি ক্রেনের সাহায্যে গাড়িটিকে নদী থেকে উদ্ধার করেন। সৌভাগ্যবশত, এই ঘটনায় তরুণী অক্ষত ছিলেন।
এর আগেও ভারতে একই ধরনের একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত মাসে উত্তরপ্রদেশে একজন চালক গুগল ম্যাপ অনুসরণ করে নির্মীয়মাণ একটি ফ্লাইওভারের ওপর গাড়ি তুলে দেন, যদিও সেই ঘটনায় কেউ হতাহত হয়নি। তারও আগে, গত বছর বরেলি থেকে বাদাউন যাওয়ার পথে গুগল ম্যাপের ভুল নির্দেশনার কারণে একটি গাড়ি ফ্লাইওভার থেকে নদীতে পড়ে যায়।
সূত্র: গালফ নিউজ
ডিবিসি/এমএআর