বাংলাদেশ, রাজনীতি

গুম ও শহিদ পরিবারের জন্য আলাদা বসার ব্যবস্থা সিলেটে বিএনপি সমাবেশে

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিলেটে বিএনপির নির্বাচনি প্রচারণার জনসভায় এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। নগরীর আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এই জনসভায় গুম ও শহিদ পরিবারের সদস্যদের জন্য আলাদা বসার সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই অনুষ্ঠানস্থলে শহিদ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের উপস্থিত হতে দেখা যায়।

 

সরেজমিনে দেখা গেছে, জনসভা মঞ্চের ডান পাশে এই বিশেষ জোনটি তৈরি করা হয়েছে। সকাল ১০টার মধ্যেই নির্ধারিত স্থানে গুম ও শহিদ পরিবারের সদস্যরা অবস্থান গ্রহণ করেন। 

 

অন্যদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য মঞ্চে কোনো বিশেষ বা ভিআইপি আসনের ব্যবস্থা করা হয়নি। মঞ্চে উপস্থিত সকল অতিথির জন্য একই ধরনের সাধারণ চেয়ার রাখা হয়েছে, যা সমাবেশে আগতদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আজ সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন তারেক রহমান। ২১ বছর পর সস্ত্রীক শ্বশুরবাড়িতে আগমনের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক নির্বাচনি জনসভা, যাকে কেন্দ্র করে আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে।

 

এর আগে আজ ভোরেই ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তারেক রহমান। প্রচারণার প্রথম দিনেই সিলেটের এই সমাবেশসহ মোট সাতটি জেলায় তার সমাবেশ করার কথা রয়েছে।

 

ডিবিসি/তুবা

আরও পড়ুন