ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা 'আয়নাঘর'-এ গুমের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৪ই ডিসেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন। শুনানিতে গ্রেপ্তার থাকা তিন সেনা কর্মকর্তার আইনজীবীরা দাবি করেন, সেনাবাহিনীর নিজস্ব তদন্তে (কোর্ট অফ ইনকোয়ারি) তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন।
এর জবাবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী বলেন, যে নথিপত্র আদালতে দালিলিক প্রমাণ হিসেবে পেশ করা হয়নি, তা নিয়ে যুক্তি তোলার কোনো অবকাশ নেই।
শুনানিতে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমীকে আয়নাঘরে রাখা এবং জিজ্ঞাসাবাদের বিষয় নিয়েও আইনজীবীদের মধ্যে বাদানুবাদ হয়। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ১০ জনই পলাতক রয়েছেন।
ডিবিসি/এএমটি