বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন ও নির্বাসনের ইতি টেনে অবশেষে নিজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) এক ব্যস্ত ও আবেগঘন দিন পার করে রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত তার নিজ বাসভবনে পৌঁছান।

প্রিয় নেতাকে বরণ করে নিতে আগে থেকেই রাস্তার দুই পাশে অপেক্ষা করছিলেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারেক রহমানের গাড়িবহর যখন গুলশানে প্রবেশ করে, তখন উপস্থিত জনতা ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। নেতাকর্মীদের এই উচ্ছ্বাস ও ভালোবাসার জবাব দিয়ে তিনি নিজ বাসভবনে প্রবেশ করেন।

 

এর আগে, দিনের শেষভাগে তিনি তার অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যান। এদিন সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এ সময় দলের শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। তারেক রহমান হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে উপস্থিত হন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। 

 

দীর্ঘ সময় পর মায়ের সঙ্গে একান্তে সময় কাটানো এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া শেষে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন গুলশানের বাসার দিকে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ৩০০ ফিট সংলগ্ন গণসংবর্ধনা মঞ্চে যোগ দেন। সেখানে অপেক্ষমান লক্ষ লক্ষ মানুষের বিশাল জনসমুদ্রে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তিনি। 

 

উক্ত ভাষণে তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আগামীর বাংলাদেশ নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা দেশবাসীর সামনে তুলে ধরেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেই তিনি কালবিলম্ব না করে সরাসরি মাকে দেখার উদ্দেশ্যে হাসপাতালে ছুটে গিয়েছিলেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন