বাংলাদেশ, অপরাধ

গুলশানে চাঁদাবাজি: গণতান্ত্রিক ছাত্র সংসদের জানে আলম গ্রেপ্তার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ০২:২৫:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে শুক্রবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবে।

 

উল্লেখ্য, সম্প্রতি গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। সেই মামলায় এর আগেও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ নামের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন