বাংলাদেশ, রাজধানী

গৃহকর্মী নিয়োগে সর্বোচ্চ সতর্কতার আহ্বান ডিএমপি কমিশনারের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১০ই ডিসেম্বর ২০২৫ ০১:০৪:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে জোড়া খুনের ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী নগরবাসীকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত সোমবার (৮ই ডিসেম্বর) মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি নগরবাসীর নিরাপত্তার প্রশ্নে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। অতীতেও বিভিন্ন সময় গৃহকর্মী পরিচয়ে বাসায় ঢুকে বিশ্বাস অর্জন করে মূল্যবান জিনিসপত্র লুট এবং খুনের মতো অপরাধ সংঘটিত হয়েছে। ডিএমপি কমিশনার উল্লেখ করেন, গৃহকর্তার সামান্য অসতর্কতা বা যাচাই-বাছাই ছাড়া নিয়োগ বড় ধরনের অপরাধের সুযোগ তৈরি করে দেয়।

 

এ অবস্থায় ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র (NID), সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অন্তত দুইজন শনাক্তকারীর পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা সংগ্রহ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সচেতনতা এবং সঠিক তথ্য সংরক্ষণই অপরাধ প্রতিরোধে ও অপরাধীকে আইনের আওতায় আনতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

 

এছাড়া, ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম সঠিক তথ্য দিয়ে যথাযথভাবে পূরণ করার বিষয়টিতেও গুরুত্বারোপ করা হয়েছে। নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের তথ্যভান্ডার সমৃদ্ধ করতে এবং তদন্ত কাজে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন