বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জের ঘটনায় সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই জুলাই ২০২৫ ০৬:৫৫:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জে নজিরবিহীন হামলার ঘটনার প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই, ২০২৫) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে এবং নবীনগর এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিন বিকেল পাঁচটার দিকে বৃষ্টি উপেক্ষা করে এনসিপির নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে তারা গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। বিশেষ করে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি তোলা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই এনসিপির কর্মীরা নবীনগর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে নেমে এসে যান চলাচল বন্ধ করে দেন। এসময় তারা গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

 অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

পরে, জনসাধারণের দুর্ভোগ এবং প্রশাসনের অনুরোধে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন