বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে তাদের দলের ওপর যা কিছু হয়েছে, দলের পক্ষ থেকে তা ক্ষমা করে দেওয়া হয়েছে। তিনি জানান, তারা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে না জড়ানোর যে ওয়াদা করেছিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং ভবিষ্যতেও করবেন।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক জনাকীর্ণ পথসভায় তিনি এসব কথা বলেন। জানা যায়, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নির্বাচনি প্রচারণা শেষ করে রাজধানী ঢাকায় ফেরার পথে তিনি এই পথসভায় অংশ নেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জামায়াত আমিরের আগমন উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হতে থাকেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এদিকে, জামায়াত আমিরের আগমন ও পথসভাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্যরা নিয়োজিত ছিলেন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছিল।
ডিবিসি/এএমটি