গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়াবাড়ী-চিথলীয়া সড়কের আড়াইশ ফুট জায়গা বিলীন হয়েছে নদী গর্ভে । ভেঙে গেছে ১০ গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম রাস্তাটিও। এতে গ্রামের অন্তত ত্রিশ হাজার মানুষের চলাচলে নেমে এসেছে দুর্ভোগ।
গত ৩০শে এপ্রিল বিকেলে নদী ভাঙনের কবলে পড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সড়াবাড়ী-চিথলীয়া সড়কের প্রায় আড়াইশ ফুট এলাকা। এতে তারাইল, জামাই বাজার, মামার বাজার, সড়াবাড়ী, চিথলীয়া, লেবুতলাসহ ১০ গ্রামের ত্রিশ হাজার মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
সড়কটি ভেঙে পড়ার পর থেকে যানবাহন, মানুষের চলাচল ও পণ্য পরিবহণ বন্ধ হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, বাজার, পানি শোধনাগার, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান। স্কুল, কলেজ, ক্লিনিক ও উপজেলা সদরে যেতে হচ্ছে দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা ঘুরে। অর্থ বরাদ্দ পেলে রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। নদী ভাঙন রোধ করে যাতায়াতের পথ সুগম করতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর।
ডিবিসি/ রাসেল