বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ: একই পরিবারের তিনজনসহ নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে সেপ্টেম্বর ২০২৫ ০৪:০০:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৭শে সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর রমজানপুর গ্রামের মোতালেব পাইক (৮০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), তাদের মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ইজিবাইক চালক ওবায়দুল শেখ (৫০)। একটি সূত্র জানিয়েছে, নিহতরা কাশিয়ানীর মাঝিগাতিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি ইজিবাইকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। এদের মধ্যে একজন কাশিয়ানী হাসপাতালে এবং দুইজন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

গুরুতর আহত নুসরাত খাতুন (১০) নামের এক শিশুকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন