বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে ব্যবসায়ী মোখলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চাঞ্চল্যকর ব্যবসায়ী মোখলেস মোল্লা হত্যা মামলার পলাতক আসামি বুলবুল শেখকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শুক্রবার (২রা জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বুলবুল শেখ কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের মৃত এরন শেখের ছেলে।

 

র‍্যাব-৬ এর কাশিয়ানী ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

র‍্যাব জানায়, গত বুধবার (৩১শে ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাইল এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী মোখলেস মোল্লাকে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল।

 

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার অন্যতম আসামি বুলবুল শেখ গোপালপুর বাজার এলাকায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন