বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে মধুমতির তীরে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে এপ্রিল ২০২৫ ০৫:৩৮:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পাশ থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৮শে এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সি জানান, মধুমতি বিলরুট চ্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা তুলে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন অবৈধ দখলদারেরা। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ ও  এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে সদর উপজেলা ৩০নং হরিদাসপুর মৌজার বিআরএসের ৪নং খতিয়ান থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয়।

 

তিনি আরও জানান, আগামীতেও পর্যায়ক্রমে মধুমতি বিল রুট চ্যানেলের পাশ থেকে আরো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযানকালে পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/রাসেল

আরও পড়ুন