বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে যৌথবাহিনীর হাতে ওয়াকিটকিসহ সন্দেহভাজন কিশোর আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গভীর রাতে হাতে ওয়াকিটকি নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা এবং নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে মিথ্যা পরিচয় দেওয়ার অপরাধে রাহাত চৌধুরী (১৮) নামের এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মুন্সীবাড়ির সামনে। আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

 

গ্রেপ্তারকৃত রাহাত চৌধুরী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল গ্রামের দেলোয়ার চৌধুরীর ছেলে। তবে তিনি বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও থানা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, শনিবার রাতে অচেনা ওই কিশোর পকেটে ওয়াকিটকি নিয়ে মুন্সীবাড়ির সামনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে থামিয়ে পরিচয় জানতে চান। এ সময় রাহাত নিজেকে সেনাবাহিনীর একজন সদস্য এবং তিনি গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত আছেন বলে দাবি করেন। তবে এলাকাবাসী তার কাছে পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।

 

বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। খবর পেয়ে টুঙ্গিপাড়া ক্যাম্পের সেনাসদস্য এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করে এবং তার কাছে থাকা ওয়াকিটকিটি জব্দ করে।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাহাত দাবি করেছেন তিনি তার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং তিনি গোপালগঞ্জ শহরের একটি দোকানে কাজ করেন। 

 

এ ঘটনায় তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় রবিবার দুপুরে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। তবে এই ভুয়া পরিচয়ে ঘোরাঘুরির পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন