বাস্কেটবলের কোর্ট ছেড়ে এবার তিনি ফুটবলের মাঠে। আর সবুজ গালিচায় পা রাখতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন রাশিয়ান পাভেল পদকোলজিন। কারণ তার অবিশ্বাস্য উচ্চতা।
২.২৬ মিটার বা ৭ ফুট ৪ ইঞ্চি লম্বা সাবেক এই এনবিএ তারকাই এখন বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৪০ বছর বয়সী পাভেলের ফুটবল খেলার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, দৈত্যাকার এই ফুটবলারের সঙ্গে বল দখলের লড়াইয়ে পেরে উঠছেন না প্রতিপক্ষের খেলোয়াড়রা।
ড্রেসিংরুমে প্রবেশের সময় দরজা দিয়ে ঢুকতে তাকে মাথা নিচু করতে হচ্ছে, আর সতীর্থরা তার সঙ্গে কথা বলছেন প্রায় আকাশের দিকে তাকিয়ে!
পেশাদার বাস্কেটবলে পরিচিত মুখ হলেও ফুটবলে পাভেল একেবারেই নতুন। তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত এনবিএ লিগে ডালাস ম্যাভেরিকসের হয়ে খেলেছেন। বিরল হরমোনজনিত রোগ অ্যাক্রোমেগালিতে ভোগার কারণে তার শরীর এতটা বৃদ্ধি পেয়েছে।
দীর্ঘ বিরতির পর এবার তিনি পেশাদার ফুটবলে নাম লেখালেন। গত মঙ্গলবার রাশিয়ান কাপের ম্যাচে মিডিয়া ফুটবল ক্লাব 'আমকাল মস্কো'র হয়ে তার অভিষেক হয়।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পাভেলই এখন পৃথিবীর সবচেয়ে লম্বা ফুটবলার। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন বেলজিয়ামের গোলকিপার ক্রিস্তফ ফন হাউট (২.০৮ মিটার) এবং ডেনিশ গোলকিপার সাইমন ব্লোখ জোর্গেনসন (২.১০ মিটার)।
কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছেন পাভেল। এমনকি তার উচ্চতা ফুটবল গোলপোস্টের ক্রসবারের (২.৪৪ মিটার) চেয়েও প্রায় ১৭ সেন্টিমিটার বেশি।
ডিবিসি/এমইউএ