বাংলাদেশ, রাজধানী

গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও হিসেবে পদোন্নতি পেলেন শাহাদাৎ হোসেন বাহার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৯ই জুলাই ২০২৫ ০৯:৩৯:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোল্ডস্যান্ডস গ্রুপকে দেশে-বিদেশে প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে সিইও শাহাদাৎ হোসেন বাহার দৃঢ় প্রতিজ্ঞ। দেশের রিয়েল এস্টেট খাতের এক পরিচিত ও অভিজ্ঞ নাম শাহাদাৎ হোসেন বাহার সম্প্রতি বাংলাদেশের স্বনামধন্য গোল্ডস্যান্ডস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে তিনি সিনিয়র ডিরেক্টর হিসেবে গোল্ড স্যান্ডস গ্রুপে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭ সাল থেকে সুনামের সাথে দীর্ঘ ২৮ বছর ধরে দেশের আবাসন খাতে সফলতার সাথে কাজ করে আসছেন। তাকে বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে ‘সেলসগুরু’ বলে সম্বোধন করেন অনেকেই। গোল্ডস্যান্ডস গ্রুপের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।

 

গোল্ডস্যান্ডস গ্রুপ মূলত দেশের পর্যটন শিল্পে আন্তর্জাতিক মানের ৪ ও ৫ তারকা হোটেল নির্মাণে শীর্ষে প্রতিষ্ঠান। পাশাপাশি পূর্বাচলে ‘আমিন সিটি’ এবং মাওয়াতে ‘গোল্ড সিটি’ নামে দুটি ল্যান্ড প্রজেক্ট নিয়েও কাজ করছে। একই সঙ্গে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘গোল্ড প্যালেস’ নামে তাদের রয়েছে আবাসিক স্থাপনাও। পর্যটন খাতে গোল্ডস্যান্ডস গ্রুপ কক্সবাজার ও কুয়াকাটায় ৫ তারকা হোটেল তৈরিতে এই মুহূর্তে শীর্ষস্থান ধরে রেখেছে। পর্যটকদের সবরকম সুবিধা নিয়ে কক্সবাজারের হিমছড়িতে বে-হিলস নামে হোটেলটি অতি শিঘ্রই উদ্বোধন হতে চলেছে। এই হোটেলটি উদেদ্বাধন হলে দেশি-বিদেশি পর্যটকরা সেবার মান এবং আতিথেয়তায় সন্তুষ্ট হবেন।

 

শাহাদাৎ হোসেন বাহার বরিশাল ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেন। এরপর দেশের বাইরে থেকে এমবিএ ডিগ্রি শেষ করে ১৯৯৭ সালে বাংলাদেশে তখন নতুন সেক্টর রিয়েল এস্টেট কোম্পানিতে সেলস এবং মাকেটিং ডিপার্টমেন্টে জয়েন করেন। তখনকার সময়ে এটা ছিল অনেক চ্যালেঞ্জিং। বরিশাল জেলার সন্তান শাহাদাৎ হোসেন বাহার বরিশাল ক্যাডেট কলেজের সপ্তম ব্যাচের ছাত্র ছিলেন। তার কর্মজীবনের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা দেশের হোটেল ও ট্যুরিজম শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ধারণা করছেন সবাই। তিনি বাংলাদেশের সনামধন্য ক্যাডেট কলেজ ক্লাবের আজীবন সদস্য, বরিশাল এক্স ক্যাডট অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার, বরিশাল ফ্রেন্ডস সার্কেলের আহ্বায়ক, ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মেম্বারসহ দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। ব্যক্তিগত জীবনে স্ত্রী ও তিন সন্তানের জনক শাহাদাৎ হোসেন বাহার।

 

কর্মজীবনে যোগ্যতার স্বাক্ষর হিসেবে পেয়েছেন অসংখ্য পুরস্কার। ২০২৩ সালে ভারতের কলকাতায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে “আইকনিক অ্যাওয়ার্ড”, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে “লিডারশিপ এন্ড বিজনেস” অ্যাওয়ার্ডসহ দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন শাহাদাৎ হোসেন বাহার। কর্মজীবনে তার অন্যতম প্রধান সাফল্য প্রবাসী ইনভেস্টমেন্ট। রিয়েল এস্টেট সেক্টরে প্রবাসীদের অন্তর্ভূক্ত করার পরিকল্পনা তিনিই সবার সামনে তুলে ধরেন এবং বর্ণনাতীত সাফল্য অর্জন করেন। ‘ট্যুরিজম বাংলাদেশ’ ব্র্যান্ডিং এবং বাংলাদেশে সিকিউরড ইনভেস্টমেন্টের ব্যাপারে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির ব্যাপারে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করছেন, আদায় করে নিচ্ছেন প্রবাসীদের আন্তরিক সমর্থন ও ভালোবাসা।

 

দেশ-বিদেশে অসংখ্য সেলস মোটিভেশন ও লিডারশিপ প্রোগ্রামে ট্রেনিং ও ওয়ার্কশপে গেস্ট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেছেন, যার মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। হাসিখুশি, সদালাপী এবং বন্ধুবৎসল শাহাদাৎ হোসেন বাহার খেলাধুলা এবং মিউজিকের প্রতি দারুণ অনুরাগী। কর্মচঞ্চল এই মানুষটি সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষ করে এসেই গোল্ডস্যান্ডস গ্রুপের সিইওর দায়িত্ব গ্রহণ করেছেন। গোল্ডস্যান্ডস গ্রুপে তার এই নতুন পদোন্নতি দেশের আবাসন ও পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন