বিনোদন, সংস্কৃতি, অন্যান্য

গ্যালারি চিত্রকে ৭ তরুণের চিত্রপ্রদর্শনী

ময়ূখ

ডিবিসি নিউজ

শনিবার ২৮শে সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫৪:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রাণ ও প্রকৃতির ছন্দময় উপস্থাপনা নিয়ে চলছে সাত তরুণের চিত্রপ্রদর্শনী।

প্রদর্শনীর উদ্বোধন করেন  শিল্পি জামাল উদ্দিন আহমেদ, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, আফরুজা বারী সহ দেশের বরেণ্য চিত্রশিল্পীরা। মাহিন মাহনুমা পালোমা, মাহদীন রহমান, প্রদিপ্ত বালা, মধুবন্তী রায়, ইন্দ্রজিৎ সোনিয়া বিনতে হাসান ও নিশাত তানজিয়া, সাত শিল্পীর চল্লিশটি চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। 

জল, তেল, এক্রিলিক রঙ এর পাশাপাশি ডিজিটাল পেইন্টিং এর মত প্রযুক্তিনির্ভর চিত্ররীতিতে সৃষ্ট চিত্রকর্মে মুর্ত হয়েছে যাপিত জীবনের নানা দৃশ্যপট। উদ্দিপ্ত তুলির আচরে ফুটে উঠেছে প্রকৃতি ও নগরসভ্যতার বৈচিত্রময় ভূবনের নানা গল্প।

আরও পড়ুন