বাংলাদেশ

গ্রাম থেকে শহর সবখানেই জমজমাট নির্বাচনি প্রচারণা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারণায় গতি। ভোটারদের মন জয়ে প্রচারের ধরনেও এসেছে ভিন্নতা। ধর্ম-বর্ণ-পেশার ভেদাভেদ ভুলে প্রার্থীরা সরাসরি যাচ্ছেন ভোটারদের দুয়ারে। তবে প্রচারণার এই উৎসবমুখর পরিবেশে কেউ কেউ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণায় নগর থেকে গ্রাম সবখানে সকাল-সন্ধ্যা ছুটছেন প্রার্থীরা।

চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনি মাঠ। চট্টগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান এবং চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এলাকাভিত্তিক সমস্যার সমাধান ও উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। 

 

কক্সবাজারে নির্বাচনি জনসভায় বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, তার দল রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে মানুষ এবং উন্নয়ন, শক্তিশালী গণতন্ত্র ও গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণ হবে।

 

নোয়াখালীর সেনবাগে ১১ দলীয় জোটের নির্বাচনি পথসভায় অংশ নেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার অভিযোগ, ভোটের জন্য একটি দল মিথ্যা বুলি শোনাচ্ছে। অন্যদিকে, হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর নির্বাচনি জনসভায় অংশ নিয়ে দলটির আমির মামুনুল হক বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে ইনসাফের রাষ্ট্র গড়া হবে। তবে প্রচার কার্যক্রমে কর্মী-সমর্থকদের বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

 

টাঙ্গাইল শহরে নির্বাচনি পথসভায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

 

এছাড়া নির্বাচনি জনসভায় সিলেট-৬ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নির্বাচিত হলে নিরাপত্তা প্রতিষ্ঠায় এবং মামলা বাণিজ্য বন্ধ করতে কাজ করবেন তিনি। 

 

সমতলের পাশাপাশি পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতেও নির্বাচনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, যেখানে তারা শুধু প্রতিশ্রুতিই দিচ্ছেন না, শুনছেন ভোটারদের নানা দাবির কথাও।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন