আন্তর্জাতিক, আমেরিকা

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ডেনমার্ক।

ডেনমার্কের মালিকানাধীন এই দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে নেওয়া বা কেনার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। শনিবার (১৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনসহ বিভিন্ন শহর এবং খোদ গ্রিনল্যান্ডেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

 

তীব্র শীত ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া উপেক্ষা করেই শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে বিক্ষোভকারীরা কোপেনহেগেনের রাজপথে জড়ো হতে থাকেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হাজারো মানুষ হাতে প্ল্যাকার্ড ও গ্রিনল্যান্ডের লাল-সাদা ‘এরফালাসরপুত’ পতাকা নিয়ে মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল করেন। এ সময় আকাশ-বাতাস প্রকম্পিত হয় ‘হ্যান্ডস অফ গ্রিনল্যান্ড’ (গ্রিনল্যান্ড থেকে হাত সরাও), ‘গ্রিনল্যান্ড ফর গ্রিনল্যান্ডারস’ (গ্রিনল্যান্ড শুধু গ্রিনল্যান্ডবাসীদের জন্য) এবং ‘গ্রিনল্যান্ড বিক্রি হয় না’ স্লোগানে।

 

বিক্ষোভের আয়োজক ইনুইট অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ক্যামিলা সিজিং মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা এবং এ সংক্রান্ত বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি, ডেনিশ রাজত্ব এবং গ্রিনল্যান্ডের জনগণের স্ব-নির্ধারণের অধিকারকে সম্মান জানাতে হবে। আমাদের অনেকেই আজ গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছি।

 

অন্যদিকে, ডেনমার্কে বসবাসরত গ্রিনল্যান্ডারদের সংগঠন ‘ইউগাট’-এর চেয়ারপারসন জুলি রেডেমাচার এই সংহতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আমরা গ্রিনল্যান্ডার হিসেবে আজ যে বিশাল সমর্থন পাচ্ছি, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই বিক্ষোভের মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, এখনই সবাইকে জাগ্রত হতে হবে।

 

এদিকে, গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থানে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজে আয়োজিত এক স্বাস্থ্যবিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি উল্টো হুমকি দিয়ে বসেছেন। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন।

 

যেসব দেশ গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় সমর্থন দেবে না বা যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হবে না, তাদের ওপর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। ট্রাম্পের এই শুল্ক আরোপের হুমকি এবং গ্রিনল্যান্ডকে ঘিরে চলমান উত্তেজনা এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন