গ্রীসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রিট দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার থেকে দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূল অঞ্চলের বনাঞ্চলে এই আগুন জ্বলছে। দাবানলের কারণে অন্তত চারটি এলাকার বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।
গ্রীসের ফায়ার ব্রিগেড সার্ভিস জানিয়েছে, দেশের বৃহত্তম এই দ্বীপের আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত ১৫৫ জন দমকলকর্মী কাজ করছেন। তাদের ৩৮টি ইঞ্জিন ও জলের ট্রাক সহায়তা করছে। তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের ব্যাপক বেগ পেতে হচ্ছে।
বুধবার (২রা জুন) বিকেলে লাগা এই আগুন ভয়ংকর রূপ ধারণ করলে কর্তৃপক্ষ আখলিয়া, ফেরমা, আগিয়া ফোটিয়া এবং গালিনি নামের চারটি গ্রাম ও পর্যটন এলাকা খালি করার নির্দেশ দেয়। বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দাকে সরকারি উদ্যোগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দমকল বাহিনীর একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, "এটি একটি অত্যন্ত কঠিন আগুন এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।" তীব্র বাতাস এবং দুর্গম ভূখণ্ডের কারণে আগুন নেভানোর কাজ জটিল হয়ে পড়েছে।
তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স।
ডিবিসি/এমইউএ