গ্রিসের রাজধানী এথেন্সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হান্নান হাওলাদার নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
গত ২৫শে ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এথেন্সের হালান্দ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হান্নান হাওলাদার পেশায় একজন ডেলিভারি ম্যান ছিলেন। ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে ডেলিভারির কাজ করছিলেন। পথিমধ্যে একটি প্রাইভেট কারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। জরুরি সেবা সংস্থা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হান্নান হাওলাদারের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায়। তার বাবার নাম লতিফ হাওলাদার। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে গ্রিসে বসবাস করছিলেন।
এ ঘটনায় জড়িত প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক মদ্যপ বা মাদকাসক্ত ছিলেন কিনা, তা যাচাই করতে তার রক্ত পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিসের ট্রাফিক পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হান্নানের অকাল মৃত্যুতে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/আরএসএল