আন্তর্জাতিক, আমেরিকা

গ্রীনল্যান্ড দখলে যেকোনো পথ অবলম্বনের হুশিয়ারি ট্রাম্পের

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড দখলে শুল্ক আরোপ ছাড়াও অন্য যেকোনো পথ অবলম্বন করতে তিনি দ্বিধাবোধ করবেন না। 

 

এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন ট্রাম্পের এমন আচরণের তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপে আন্তর্জাতিক আইন পদদলিত হচ্ছে এবং বিশ্ব নিয়মভিত্তিক ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে।

 

গ্রিনল্যান্ড দখল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান এবং ফ্রান্সের প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে।

 

ডিবিসি/তুবা

আরও পড়ুন