বাংলাদেশ, জেলার সংবাদ

কুষ্টিয়ায় আসামির হাতুড়ির আঘাতে ২ পুলিশ আহত

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ৩রা মে ২০২৫ ১২:৫০:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার মিরপুরে গ্রেপ্তার হওয়া আসামির হাতুড়ির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, মিরপুর থানার আমলা ক্যম্পের এস আই মনিরুল ও কনষ্টেবল রুস্তম আলী।

শুক্রবার (২রা মে) সাড়ে ৮টার দিকে মিরপুর থানা গেটের অদুরে পাল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এ ঘটনা ঘটে। আহত কনষ্টেবল রুস্তমকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রাত সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ডিউটি অফিসার। তবে নিজের নাম ও আসামীর নাম ঠিকানা দিতে অপরাগতা প্রকাশ করেন তিনি। আর মোবাইলে ফোন দিলেও রিসিভ করেননি মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম।


থানা সূত্র জানায়, মিরপুর থানার আমলা ক্যম্পের এস আই মনিরুল ও কনষ্টেবল রুস্তম আলী গ্রেপ্তার হওয়া এক আসামিকে হ্যাণ্ডকাপ পরানো ছাড়াই মোটর সাইকেলের মাঝে বসিয়ে থানায় জমা দিতে আসছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে থানার কাছাকাছি পাল মিষ্টান্ন ভাণ্ডারের কাছে পৌঁছালে চলন্ত মোটর সাইকেলের ওপর থেকেই আসামি তার কোমরে থাকা হাতুড়ি বের করে পেছনে থাকা কনষ্টেবল রুস্তমকে মাথায় আঘাত করে। 

 

বিষয়টি টের পেয়ে চালক এস আই মনিরুল বাধা দিলে তার মাথাতেও হাতুড়ির দিয়ে আঘাত করে ওই আসামী। শাখায় হেলমেট থাকায় ওই এস আই গুরুত্বর আহত হওয়া থেকে বেঁচে যায়। পরে ওই হোটেলে নাস্তারত মিরপুর থানার দুই পুলিশ সদস্য এগিয়ে এসে আসামিকে থানায় নিয়ে যান।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন