বাংলাদেশ, জাতীয়

গ্রেপ্তার হওয়া ১০ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫৩ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া ১০ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।

এসময় সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল উপস্থিতির আবেদন খারিজ করে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শুনানির জন্য ১০ জন কর্মকর্তাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির করা হয়।


টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম করে রাখার ঘটনায় হওয়া এই মামলায় মোট ১০ জন গ্রেপ্তার আছেন। এদের মধ্যে সাতজন শেখ হাসিনার সরকারের সময় র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে এবং বাকি তিনজন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে গত ২২শে অক্টোবর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


এদিকে, ট্রাইব্যুনাল সম্পর্কে নিজের ফেসবুক পোস্টে ভিডিও বার্তায় বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে থাকতে না পারার কারণে আদালতে উপস্থিত হয়ে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন জেড আই খান পান্না। এছাড়াও শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন