বিবিধ

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন তানবির লিমন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বুধবার ২৮শে মে ২০২৫ ০৭:৫৭:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর আভিজাত্য হোটেল স্কাই সিটিতে গত ২৪শে মে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৫। গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরামের আয়োজনে সম্মাননা জানানো হয় দেশের অর্থনীতি, শোবিজ, সমাজসেবা, চিকিৎসা ও সাংবাদিকতাসহ বিভিন্ন খাতের সফল ৩০ জনকে।

তারই ধারাবাহিকতায় চ্যানেল আই ডিজিটাল প্লাটফর্মে কন্টেন্ট নির্মাতা ও উপস্থাপক তানবির লিমনকে ডিজিটাল মিডিয়া পার্সোনালিটি (Digital Media Personality) বিভাগে, সেরা ডিজিটাল মাধ্যমের উপস্থাপক হিসেবে গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৫ এর সম্মাননা প্রদান করা হয়।

 

তানবির লিমন প্রায় চার বছর ধরে চ্যানেল আই ডিজিটাল বিভাগে বিনোদন ও সমসাময়িক বিষয়ের উপর কন্টেন্ট নির্মান ও উপস্থাপনা করছে। বিশেষ করে ফেব্রুয়ারি ২০২৫ এ ভালোবাসা দিবসে চ্যানেল আই ডিজিটাল প্লাটফর্মে প্রচারিত 'প্রেমের গল্প' শিরোনামে টক শোর উপস্থাপনা বেশ সাড়া ফেলে।

 

তানবীর লিমনের কাছে সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে বলেন তিনি বলেন 'এই অর্জন শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের ডিজিটাল মিডিয়া অঙ্গনের সবার' এ-সময়ে তিনি বিনোদন বিভাগে কর্মরত সাংবাদিক ও কন্টেন্ট নির্মাতাদের তার সম্মাননা উৎস্বর্গ করেন। তিনি আরো বলেন এই অর্জন তার ভবিষ্যৎ কাজকে আরও অনুপ্রাণিত করবে।

 

অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাসমত আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা, মনির খানসহ শোবিজের একঝাঁক তারকামুখ ও নানা ক্ষেত্রের বিশিষ্টজনের।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন