বাংলাদেশ, অর্থনীতি

গড় কমলেও আগস্টে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৭ই সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৯:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই মাসের তুলনায় আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি ০.২৬ শতাংশ কমে ৮.২৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ।

তবে সাধারণ মানুষের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। আগস্ট মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ০.০৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭.৬০ শতাংশ হয়েছে, যা জুলাইয়ে ছিল ৭.৫৬ শতাংশ। 

 

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতিতে স্বস্তি ফিরেছে। জুলাই মাসে এই খাতে মূল্যস্ফীতি ৯.৩৮ শতাংশ থাকলেও আগস্টে তা কমে ৮.৯০ শতাংশে নেমে এসেছে।

 

গ্রামাঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ০.১৬ শতাংশ কমে ৮.৩৯ শতাংশ হয়েছে। এর মধ্যে খাদ্যপণ্যে ৭.৫০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৯.২৮ শতাংশ মূল্যস্ফীতি দেখা গেছে। অপরদিকে, শহরে সার্বিক মূল্যস্ফীতি ০.৭১ শতাংশ কমে ৮.২৪ শতাংশে দাঁড়িয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন