আন্তর্জাতিক ক্রিকেটে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ১৭ বছরের এক তরুণ। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বোলার মাথিশা পাথিরানা ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতিতে বল করে ভেঙ্গে ফেলেছেন শোয়েব আখতারের রেকর্ড।
রবিবার, ব্লুমফেন্টনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে ম্যাচের চতুর্থ ওভারে ভারতের যশস্বী জসওয়ালকে একটি বল করেন মাথিশা পাথিরানা। দেখে গেছে, সেই বলের গতি ১০৮ মাইল/ঘণ্টা অর্থাৎ ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। যদিও সেটি ওয়াইড বল হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট এই বলটির গতির ধারে কাছে আর কোনও বল কেউ কখনও করেননি। এর আগে, সর্বোচ্চ গতির বলটি করেছিলেন পাকিস্তানের পেসার শোয়েব আখতার। যেটির গতি ছিলো ১৬১.৩ কিমি/ঘণ্টা। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যে বলটি করেছিলেন তিনি।