বাংলাদেশ, জেলার সংবাদ

ঘন কুয়াশায় চরে আটকে গেল বরগুনাগামী লঞ্চ

বরগুনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ২৮শে মার্চ ২০২৫ ১১:০০:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা থেকে ছেড়ে আসা এমভি অথৈ-১ ভোর রাতে ঘন কুয়াশায় নদীর চরে আটকে গেছে। এর ফলে ঈদ যাত্রায় শত শত ঘরমুখো যাত্রীরা পড়েন চরম বিপাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত বরগুনায় পৌঁছেনি লঞ্চটি।

খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা জেলার ৪০ কাহনিয়া লঞ্চ ঘাটের একটু সামনের মোড়ে ভোর রাত ৪টায় কুয়াশার জন্য অথৈ-১ এর প্রায় ৮০ ভাগ চরের উপরে উঠে যায়। প্রায় সাড়ে ৩ ঘন্টা পর সকাল ৭টায় এম ভি রয়েল ক্রুজ-২ ঘটনা স্থলে গেলে যাত্রীদের নিয়ে বরগুনায় পৌঁছেছে। লঞ্চের যাত্রী নিয়ে অতিরিক্ত বোঝাই হওয়ায় লঞ্চ খুব ধীর গতিতে চলছে বলে লঞ্চে থাকা যাত্রীদের অভিযোগ।

 

বরগুনা ঘাটের পরিচালক এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে দুটি লঞ্চ এমভি অথৈ-১ এবং রয়েল ক্রুজ-২ বরগুনার উদ্যশ্যে রওনা দেয়। পথে ঘন কুয়াশায় এম অথৈ-১ আটকে পড়ে বিষখালী নদীর চরে। পরে আমাদের অন্য লঞ্চ ঘটনাস্থল থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বরগুনার পৌঁছে দিয়েছে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন