ঘন কুয়াশার চাদরে ঢাকা যখন আচ্ছন্ন, ঠিক তখনই মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে বাসচালকসহ দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
শুক্রবার (২৬শে ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামক যাত্রীবাহী বাসটি এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমানার স্বল্পতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মাওয়ামুখী লেনে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বাসচালক ও আরেক যাত্রীর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস বা হাইওয়ে পুলিশ আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল চরমভাবে ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিলে রাত দেড়টার দিকে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, চালকের অসতর্কতা এবং অতিরিক্ত কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটিকে জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এএমটি