খেলাধুলা, ফুটবল

ঘরের মাঠে ‘স্পেশাল’ এক ম্যাচের অপেক্ষায় মেসি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৯শে আগস্ট ২০২৫ ১২:০৪:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লিওনেল মেসি এখনও আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। তবে আগামী সপ্তাহে ভেনেজুয়েলার বিপক্ষে যে ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামছে, সেটি হতে পারে দেশের মাটিতে তার শেষ ম্যাচ। কারণ ২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আর কোনো হোম ম্যাচ নেই।

বাংলাদেশ সময় ৪ সেপ্টেম্বর ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচটিকেই নিজের জন্য ‘বিশেষ’ হিসেবে বর্ণনা করেছেন মেসি। তিনি জানিয়েছেন, এই ম্যাচ দেখতে তার পুরো পরিবার, স্ত্রী, সন্তান, ভাই, বাবা-মা এবং শ্বশুরবাড়ির সদস্যরাও স্টেডিয়ামে থাকবেন। মেসি বলেন, ‘এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এক ম্যাচ। জানি না এর পরে আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ খেলার সুযোগ আসবে কি না।’

 

২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা আগেই জানিয়েছেন মেসি। আর্জেন্টিনা ইতোমধ্যে বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। ভেনেজুয়েলার পর বাছাইপর্বে তাদের শেষ ম্যাচ হবে ইকুয়েডরের বিপক্ষে। বিশ্বকাপের আগে কিছু প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও আছে দলটির। তবে বিশ্বকাপের পর মেসি জাতীয় দলের হয়ে খেলবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্বে তার খেলার সম্ভাবনা অনেকটাই কম। তাই ধারণা করা হচ্ছে, মেসির বিদায়ের সময় এখন আর খুব বেশি দূরে নয়।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন