এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা যাবে। শুক্রবার (৪ঠা জুলাই) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অনলাইন ডোনেশন কার্যক্রম ও মসজিদের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের সভাপতি এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক, ফৌজিয়া খান, আনুষ্ঠানিকভাবে 'www.paglamosque.org' ওয়েবসাইটটি উদ্বোধন করেন। এই ওয়েবসাইটের মাধ্যমে মসজিদের ইতিহাস, ঐতিহ্য, নামাজের সময়সূচীসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, দেশ-বিদেশের অগণিত ভক্ত ও দাতা এখন ঘরে বসেই তাদের দানের অর্থ পাঠাতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফৌজিয়া খান নিজেই পেমেন্ট গেটওয়ে 'বিকাশ' ব্যবহার করে ৫ হাজার ৪০০ টাকা দান করে এই কার্যক্রমের সূচনা করেন।
উল্লেখ্য, প্রতি তিন বা চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায়। নগদ অর্থ ছাড়াও সেখানে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। সর্বশেষ ৪ মাস ১২ দিনে মসজিদের দানবাক্স থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল, যা মসজিদের প্রতি মানুষের গভীর আস্থা ও ভালোবাসার নিদর্শন।
পাগলা মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, মূলত প্রবাসী এবং দেশের দূর-দূরান্তে থাকা দাতাদের সুবিধার্থে এবং দান প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে মসজিদ কর্তৃপক্ষ এই অনলাইন ব্যবস্থা চালু করেছে। এর ফলে মসজিদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/কেএলডি