বাংলাদেশ, জেলার সংবাদ

চকলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ২৩শে জুন ২০২৩ ০২:৪১:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চকলেট ভেবে ইঁদুরের গর্তে রাখা বিষ খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪) ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তার সম্পর্কে মামাতো-ফুপাতো বোন। অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিজ বাড়ির পাশে দুই বোন খেলা করছিল। খেলার ফাঁকে বাড়ির পাশে ইঁদুরের গর্তে থাকা ট্যাবলেট আকারের বিষ (ইঁদুর মারার জন্য রাখা) খেয়ে ফেলে তারা। পরিবারের লোকজনই এ গর্তে বিষ দিয়ে রেখেছিলেন। পরে তারা অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপরজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ইঁদুর মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


ডিবিসি/কেএমএল

আরও পড়ুন