চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ করে আদালতে প্রতিবেদন দাখিলের কঠোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৩শে নভেম্বর) বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০২০ সালে হাইকোর্ট অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিলেও ৫ই আগস্টের পটপরিবর্তনের পর অনেক ভাটা পুনরায় চালু হয়েছে। আদালত রাষ্ট্রপক্ষকে বিগত নির্দেশনার বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দিয়েছে।
ডিবিসি/আরএসএল