বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামের ১৬টি আসনে নির্বাচনি লড়াইয়ে নারী প্রার্থী মাত্র ৩ জন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে নির্বাচনের লড়াইয়ে শতাধিক প্রার্থী থাকলেও নারী প্রার্থীর সংখ্যা মাত্র তিনজন, যা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএনপি, জামায়াত ও এনসিপির মতো বড় দলগুলো এবার চট্টগ্রামে কোনো নারী প্রার্থীকেই মনোনয়ন দেয়নি। বর্তমানে যে ৩ জন নারী ভোটের মাঠে রয়েছেন, তাদের মধ্যে দুজন বামপন্থী রাজনৈতিক দলের এবং অন্যজন ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী।

 

চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে লড়ছেন আসমা আকতার এবং ইনসানিয়াত বিপ্লব থেকে সাবিনা খাতুন।

অন্যদিকে চট্টগ্রাম-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসদ মনোনীত প্রার্থী ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেত্রী দীপা মজুমদার।

 

বিশ্লেষকরা মনে করেন, জয়ের সম্ভাবনা ক্ষীণ- এমন প্রচলিত ধারণা এবং বড় দলগুলোর অনাগ্রহের কারণে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হচ্ছে। যদিও ব্যারিস্টার সাকিলা ফারজানা ও জিন্নাত আকতারের মতো প্রার্থীরা স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু ভোটার তালিকার স্বাক্ষর জটিলতায় তাদের মনোনয়ন বাতিল হয়।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন