চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামান খানের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতকারীরা।
বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) সকালে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় মোটরসাইকেলে আসা তিন যুবক তার গাড়িতে হামলা করে এবং গুলি করার হুমকি দেয়।
সম্প্রতি পাকিস্তান থেকে আসা নিষিদ্ধ পপি বীজ ও ক্ষতিকারক ঘনচিনি জব্দের ঘটনায় প্রভাবশালী চোরাকারবারী সিন্ডিকেট এই হামলার পেছনে জড়িত বলে ধারণা করছেন কাস্টমস কর্মকর্তারা।
এর আগেও আসাদুজ্জামানকে হত্যার হুমকি দেয়া হয়েছিল, যার প্রেক্ষিতে তিনি থানায় জিডি করেছিলেন। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
ডিবিসি/এসএফএল