বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৩ বছরের শিশু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। 

 

এর আগে, গত ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে সাজিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছিল।

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন