বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে পাহাড়ি এলাকায় আদার ফলনে কৃষকের হাসি

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের পটিয়ার কেলিশহর, হাইদগাঁও, কচুয়াই ও খরনা ইউনিয়নের পাহাড়ি ঢাল এবং উঁচু জমিতে চলতি মৌসুমে আদার বাম্পার ফলন হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এ মৌসুমে প্রায় ৫০ হেক্টর জমিতে আদার আবাদ করা হয়েছে।

 

কৃষি বিভাগের মতে, অনুকূল আবহাওয়া, জমির স্বাভাবিক উর্বরতা এবং কৃষি কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানের ফলে আদা উৎপাদনে এই সাফল্য এসেছে। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪০০ মেট্রিক টন ধরা হলেও, প্রকৃত উৎপাদন তা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

 

স্থানীয় কৃষকরা জানান, নিয়মিত পরিচর্যা এবং মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শের কারণে ক্ষেতে রোগ-বালাই নিয়ন্ত্রণে ছিল, যা ভালো ফলনে সহায়তা করেছে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন