বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশ থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা।
আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রায় ৯৫ হাজার প্রবাসী নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের তথ্যমতে, এই ১৬টি আসনে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন ৯৫ হাজার ২৯৭ জন প্রবাসী, যার মধ্যে ৮৬ হাজার ৪১৩ জন পুরুষ এবং ৮ হাজার ৮৮৩ জন নারী।
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ইব্রাহিম হোসেন রনিসহ অসংখ্য প্রবাসী ভোটার দেশের বাইরে থেকে প্রথমবারের মতো জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। গোলাপি রঙের ব্যালটে গণভোট এবং সাদা রঙের ব্যালটে জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেবেন তারা।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, প্রবাসীদের এই অংশগ্রহণ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে। প্রবাসী ভোটারদের প্রত্যাশা, আগামীর নির্বাচিত জনপ্রতিনিধিরা বন্দরনগরীবাসীর ভাগ্য উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
ডিবিসি/তুবা