বাংলাদেশ, জেলার সংবাদ

চট্টগ্রামে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের আমবাগান এলাকায় নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে সংঘটিত এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

সংঘর্ষের এই ঘটনায় দুই দলই একে অপরকে দায়ী করেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার রাতে তাদের প্রার্থীর সমর্থনে নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপি নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে তাদের ৭ জন কর্মী আহত হন।

 

অন্যদিকে বিএনপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, আমবাগান এলাকায় অবস্থিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ কার্যালয়ে একদল বহিরাগত এসে ভাঙচুর ও হামলা চালায়। সেখানে অবস্থানরত নেতা-কর্মীরা কেবল হামলা প্রতিরোধ করেছেন। তবে হামলাকারীরা জামায়াতের সদস্য কি না, তা তারা নিশ্চিত করে বলতে পারেননি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন