বাংলাদেশ, মহানগরী

চট্টগ্রামে বিজয় দিবসের বর্ণাঢ্য আয়োজন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বন্দরনগরী চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

সকালে বিজয়ের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কাট্টলিতে অবস্থিত অস্থায়ী স্মৃতিসৌধ প্রাঙ্গণে ২১ বার তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এসময় সবার কণ্ঠে ছিল জাতীর বীরদের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়।


বিজয় দিবসের প্রথম প্রহরেই কাট্টলীর অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে নানা শ্রেণিপেশার মানুষের। সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির পর প্রথমে শহিদদের প্রতি সশস্ত্র সালাম ও শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল। এসময় বিউগলে করুণ সুর বেজে উঠে। এরপর একে একে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।


শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। অন্যদিকে, সম্প্রতি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এদিকে, চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে মনোজ্ঞ প্রদর্শনী, যেখানে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও দিনটি উপলক্ষ্যে ছিল নানা আয়োজন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন