চট্টগ্রামের কালুরঘাটে একটি বেডিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে বিসিক শিল্পাঞ্চলের কাদের বেডিং নামের জুট কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে আগুনের লেলিহান শিখা পুরো কারখানাকে গ্রাস করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কালুরঘাট এবং চান্দগাঁও স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে চন্দনপুরা এবং বায়েজিদ স্টেশন থেকে আরও চার ইউনিট যোগ দেয়।
ডিবিসি/আরপিকে